ব্রেকিং নিউজ
খুলনার পাইকগাছায় বিশ্ব "মা "দিবস পালিত হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী পাবনার শ্রীধরকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ সিটি ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত , সনদ পেলেন ৯৫৯২ শিক্ষার্থী ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় জবি শিক্ষার্থীকে ৫ বছরের কারাদণ্ড পুনর্গঠিত সেন্সর বোর্ডে নতুন কমিটিতে জায়গা পেলেন একঝাঁক তারকা
×

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : মো :দিল
প্রকাশ : ১৮/৬/২০২২ ৬:২২:৪৮ PM

সিরাজগঞ্জে যাতায়াতে ১২ গ্রামের মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জে ইছামতী নদীর উপর ব্রীজ না থাকায় প্রায় ১২ টি গ্রামের  ৫০হাজার  মানুষের যাতায়াতের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।

সরেজমিনে দেখা যায়, কদমপাল,চর পদমপাল,রাজাপুর,পাচটিকরি,ধোপাপড়া,সড়ায়চন্ডি রহিমপুর, মাছুয়াকান্দি, বহুলিসহ বিভিন্ন গ্রামের সকল শ্রেনীর পেশার মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুরদুরান্তের প্রায়  দিন ৫ হাজার মানুষ যাতায়াত করে বাঁশের সাকো দিয়ে।

এতে যেমন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এছাড়াও সাকো পার হতেই গুনতে হয় টাকা।

অনেকে দুর্ঘটনা কবলিত হয়ে নদীতে পরে যায় বিধায় যাতায়াত করতে অনিহা অনেকের মাঝে। এদিকে চন্ডিদাসগাঁতী গ্রামে স্কুল-কলেজ- মাদ্রাসা ও হাট-বাজার থাকায় প্রতিনিয়ত চলতে ১২ টি গ্রামের মানুষ। 

স্থানীয়রা জানান, আমাদের চলাচল খুবই কষ্ট হয়ে পড়েছে। অনেক সময় চলাচলের সময় নদীতে পড়ে যায়। ভারী মালামাল বহন করা যায় না।

কোমলমতি শিক্ষার্থীসহ নানান পেশাজীবি মানুষের বাঁশের সাকো দিয়ে চলাচল ঝুঁকি হয়ে পড়েছে।

জননেত্রী শেখ হাসিনাসহ স্থানীয় জনপ্রতিনিধির কাছে আমরা জোড়া দাবি জানাচ্ছি। আমাদের যেন দ্রত ব্রীজ দিয়ে চলাচল সুবিধা করে দেয়।

সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ইছামতী নদীর উপর ব্রীজের জন্য সার্ভে করা হয়েছে। যখন বাজেট হবে তখন ব্রীজ নির্মাণ কাজ শুরু হবে।